Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক পরিবারগুলোকে ১ লাখ টাকা দেবে শ্রম মন্ত্রণালয়
Details

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এছাড়া আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা দেয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয় বলে এই প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আক্তারুল ইসলাম ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর মুন্নুজান সুফিয়ান গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং অর্ধ-শতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচতলা ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেটি আশপাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে।

Images
Attachments
Publish Date
21/02/2019
Archieve Date
31/03/2019