Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Workers should be aware of BLL2006
Details

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ‘শ্রমিকদের তাদের অধিকারের চেয়ে শ্রম আইন সম্পর্কে অধিক সচেতন হতে হবে। এতে শ্রমিকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।’ শনিবার (৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত বাংলাদেশ লেবার ফেডারেশনের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, অযৌক্তিক আন্দোলনে শ্রমিকদের মর্যাদা ক্ষুণ্ন হয়। শ্রমিকরা তাদের দাবি-দাওয়া এবং অধিকার নিয়ে আন্দোলন করবেন। আমরা তাদের আন্দোলনকে সম্মান করি, তবে তাদের আন্দোলন হতে হবে যৌক্তিক এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী।’ এছাড়া শ্রমিকদের ভালোভাবে শ্রম আইন আত্মস্থ করারও পরামর্শ দেন তিনি। যাতে তাদের অধিকার আদায়ের কোনো আন্দোলন ব্যর্থ না হয়, তাদের মর্যাদা অক্ষুণ্ন থাকে।

বর্তমান সরকারকে শ্রমবান্ধব সরকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের জীবন-মান উন্নয়েন সবকিছু করবে সরকার। শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি সরকার শ্রম আইন সংশোধন করেছে। এছাড়া শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে আলাপ-আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সম্মেলনে বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ্ মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এপি’র জেনারেল সেক্রেটারি শয়া ইয়োসিডা এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন খানসহ ফেডারেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
09/03/2019
Archieve Date
01/07/2021